অর্জুন সিং কি ফিরছেন তৃনমূলে ?, কি বললেন তৃনমূল নেতা | Arjun Singh BJP

Published on

বাংলার রাজনীতিতে দলবদল কথাটা আর নতুন নয়। ঋতু পরিবর্তনের মতোই বাংলার একঝাঁক নেতা দল পরিবর্তন করতে বেশ পারদর্শীই বলা চলে। তা সে তৃণমূল থেকে বিজেপি হোক বা তার উল্টোটা। এবার সে তালিকায় নতুন করে আলোচিত অর্জুন সিংয়ের (Arjun Singh BJP) নাম।

Arjun Singh BJP নেতা

গত লোকসভা ভোটের আগেই তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাম নেতা যোগ দেন বিজেপিতে। ভোটে জিতে বিজেপির সংসদ ও হন তিনি। কিন্তু বর্তমানে এই অর্জুন সিংয়ের কথাবার্তা বা কার্যকলাপ কিন্তু ইঙ্গিত দিচ্ছে অন্যকিছুর। বেশ কিছুদিন ধরেই বারবার বিজেপিকে তুলোধনা করেছেন অর্জুন সিং(Arjun Singh BJP)। নিজের দল নিয়ে একাধিক বার কড়া সমালোচনা শোনা গিয়েছে সংসদের গলায়। আর তাতেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল ঘরের ছেলের ঘরে ফেরার বিষয়টি। অনেকেই মনে করেছিলেন এবার হয়তো ফের তৃণমূলে ফিরতে চলেছেন অর্জুন সিং।

অর্জুন সিং কি এবার তৃণমূলে ?

তবে এই সম্ভবনাকে একবারেই নস্যাৎ করেছেন তৃণমূল দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলছেন এই কথা বাইরে আলোচনা হলেও দলের অভ্যন্তরে এই নিয়ে কোনো কথা হয়নি। বরং তিনি উল্টে আঙুল তুলেছেন বিজেপির সাংসদের দিকেই। বলেছেন দলকে ব্ল্যাকমেইল করা অর্জুন সিংয়ের (Arjun Singh BJP) বরাবরের অভ্যাস। ভাগে কম পড়লেই তিনি এধরণের কাজ করেন। অতীতে তৃণমূল কে করেছেন। কাজ না হওয়ায় বিজেপিতে যোগ দেন। সেখানেও এক ই কাজ করছেন।

Read More মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, সব থেকে পিছনে বামেদের কেরালা। PRICE HIKED 2022

অর্জুন সিংয়ের দিল্লি যাবার প্রসঙ্গে সোমনাথ বাবু বলেন সে তিনি কেন দিল্লি গিয়েছেন তা তাঁর ও তাঁর দলের বিষয়ে। তবে তৃণমূলে যে কোনোমতেই তিনি আসছেন না তা নিশ্চিত করার পাশাপাশি, ঠিক কি ভাগাভাগির কথা বললেন সোমনাথ বাবু তা নিয়ে কিন্তু দিনের শেষে উঠছে প্রশ্ন।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...