Homeরাজ্যচোপড়ায় তৃণমূল কংগ্রেস সংঘর্ষ। গুলিবিদ্ধ যুবক। প্রতিবাদে নামল কংগ্রেস। দেখুন ভিডিও।

চোপড়ায় তৃণমূল কংগ্রেস সংঘর্ষ। গুলিবিদ্ধ যুবক। প্রতিবাদে নামল কংগ্রেস। দেখুন ভিডিও।

১০দিক২৪ ব্যুরোঃ পুজোর দিনগুলোতে হালকা হালকা শান্তি বজায় থাকলেও আবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর চোপড়া থানার লক্ষ্মীপুর অঞ্চল ।দফায় দফায় সংঘর্ষ লক্ষ্মীপুর অঞ্চলে । গতকাল সকাল ৯ টা নাগাদ কিছু তৃণমূল সমর্থক লক্ষ্মীপুর অঞ্চলে প্রবেশ করতে গেলে, বাধা দেয় জোট কর্মীরা এর থেকেই গণ্ডগোল বাড়তে থাকে উত্তপ্ত হতে উঠে পুড় এলাকা তাদের উভয়ের পক্ষে গোলাগুলি এবং ব্যাপক বোমাবাজি ও চলে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর এলাকার চাকলাগছ গ্রামের পাশে।


অভিযোগ একজন জোট কর্মীকে অনেক মারধর করে এবং সেই স্থানে একজন জোট কর্মী গুলিবিদ্ধ হয় (সমির আলী) সূত্রে খবর গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ,তাকে প্রথমে দোলুয়া প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় এর পরে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। সময় মত এলাকায় পৌঁছায় চোপড়া থানা বিশাল পুলিশবাহিনী, এখনও পর্যন্ত এলাকায় উত্তপ্ত থাকলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে প্রশাসন।  দেখুন ভিডিওFOLLOW US ON:
Rate This Article:
NO COMMENTS

Sorry, the comment form is closed at this time.