Homeরাজ্যকর্মীনিয়োগ নেই, বাড়ছে কাজের চাপ। আগামী দুদিন অবস্থান বিক্ষোভের ডাক বাম সংগঠনের।

কর্মীনিয়োগ নেই, বাড়ছে কাজের চাপ। আগামী দুদিন অবস্থান বিক্ষোভের ডাক বাম সংগঠনের।

১০দিক২৪ ব্যুরোঃ কর্মীনিয়োগ নেই, কাজের বোঝা বেড়েই চলেছে। অথচ ৩০ মাস ধরে মহার্ঘ্য ভাতা বাড়ার নাম নেই। ঠিকা শ্রমিক ও ঠিকা-কর্মী নিয়োগ করে দপ্তরের কাজ চালানো হচ্ছে। কোটি কোটি টাকা দান করা হচ্ছে, বিজ্ঞাপনে খরচ হচ্ছে অথচ কর্মীদের পাওনা-গন্ডা নিয়ে কোনো চিন্তা নেই। অফিস এক্সেকিউটিভ, জুনিয়ার এক্সেকিউটিভ ও j.o.t cum t.a পদস্থ কর্মীরা পরবর্তী পদোন্নতির পর কি পদ পাবেন- তা জানেন না, কর্তৃপক্ষ সে বিষয়ে উদাসীন। তাই এবার আন্দোলনে নামতে চলেছে বাম শ্রমিক সংগঠন।এর প্রতিবাদে CITU অনুমোদিত পস্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়ন আগামী ১৩-১৪ই ডিসেম্বর, ২০১৮ রাজ্যের সর্বত্র অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ।বিদ্যুৎ বণ্টন ও সংবহন সংস্থার প্রধান কার্যালয় বিদ্যুৎ ভবনে বেশকয়েক জন কর্মী অনসন করবেন, কাজ অব্যাহত রেখে। বাকি সব কর্মীরা দুপুরের খাওয়া না খেয়ে সংহতি জানাবেন।

পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ শিল্পকে বেসরকারী হাতে তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ (সংশোধনী) আইন, ২০১৮ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে এবং ৮-৯ জানুয়ারির সর্ব ভারতীয় সাধারণ ধর্মঘটের প্রতি সংহতি জানবেন তারা।FOLLOW US ON:
Rate This Article:
NO COMMENTS

Sorry, the comment form is closed at this time.