৮৩ দিনে পায়ে হেঁটে সিঙ্গুর থেকে লাদাখ। তাক লাগালো হুগলীর ছেলে। From Singur to Ladakh on feet

Published on

“আগর কিসি চিজ কো পুরি সিদ্দত সে চাহো তো, পুরি দুনিয়া তুমহে উস চিজ সে মিলানে কি সাজিস পে লগ জাতি হ্যা।”

হ্যাঁ এই কথায় ভর করেই নিজের স্বপ্ন কে সত্যি করলেন হুগলি জেলার সিঙ্গুরের ছেলে মিলন মাঝি (Milan Majhi)। ৮৩ দিনে পায়ে হেঁটে প্রায় ২৫০০ কিলোমিটার পথ পার করে পৌঁছলেন নিজের স্বপ্নপুরী লাদাখে (From Singur to Ladakh on feet) ।

সিঙ্গুরের বাজমেলিয়া গ্রামের অধিবাসী মিলন মাঝির বরাবরের স্বপ্ন ছিল বাইকে লাদাখ যাবার। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিলন কাজও করতেন রানীগঞ্জের একটি কারখানায়। যদিও লকডাউনে কাজ চলে যায়। সিঙ্গুরেরই কামারকুন্ডু তে বাবা অনিল মাঝির ছোট্ট চায়ের দোকান। গ্রামে ফিরে মিলন সেখানেও বসেন কিছুদিন। যদিও বাইক কেনার সঙ্গতি তখনও হয়নি তার। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি।

এরপর একদিন হঠাৎ ই ঠিক করেন বাইক না হোক, পায়ে হেঁটে হলেও যাবেন লাদেখে। সেইমতো গত ২২শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করেন তিনি। তারপর টানা তিনমাস পায়ে হেঁটে গত ১৫ই মে লাদেখের খারদুংলায় পা রাখেন এই বাঙালি যুবক। মিলন দেখিয়ে দিয়েছেন স্বপ্ন দেখলে তা সত্যি করার রাস্তায় যেকোনো বাঁধা পেরোনো সম্ভব নিজের প্রতি বিশ্বাস থাকলে।

আরও পড়ুন জেলার খবর – 10dik24

ছেলের এ হেন কীর্তিতে গর্বিত বাবা অনিল মাঝি ও মা চন্ডী মাঝি। যদিও এই পরিকল্পনার কথা জানতেন না তাঁরাও। গর্বিত পিতা জানালেন ছেলে বলে গিয়েছিলো রানীগঞ্জে কাজে যাচ্ছি। মা চন্ডী মাঝি জানিয়েছেন অনেকেই অবিশ্বাস করেছিল মিলনের লাদাখ যাবার কথা। যদিও সব প্রশ্নের উত্তর দিয়েছে মিলন। তবে শেষ ভালো যার সব ভালো এই ভাবেই খুশি হয়েছেন মাঝি দম্পতি।

Latest articles

এবার বাংলায় তাজমহল দেখতে পারবেন, সৌজন্যে তৃনমূল নেতা। Tajmahal in West Bengal

তাজমহল দেখবেন? তবে আর কষ্ট করে দিল্লি আগ্রা নয়! নদীয়া গেলেই মিলবে এক নয়...