কে এই ‘কে কে’ KK ? মৃত্যুর আগে সুরে সুরেই জবাব দিয়ে গেলেন!

Published on

‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’…….একে অপরের প্রতি অভিমান,অভিযোগের সমুদ্র বানিয়ে রাখবেন৷ আর সবটাই, চোখ ফেরানোর আগে মুহূর্তের মধ্যে শেষ৷ না আর বলার সু্যোগ পাবেন, না আর যোগাযোগের! আজ্ঞে হ্যাঁ, জীবন এতটাই পলকা৷ মৃত্যু কখন আমাদের কাকে, কীভাবে গিলে খাবে, আমরা কেউ জানিনা, জানার কথাও নয়৷ তবে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিছু প্রশ্নের সপাটে জবাব দিয়ে গেলেন বলিউডের তারকা গায়ক কৃষ্ণকুমার কুনাথ KK, যাঁকে সকলে চেনে কেকে নামে। সুরে সুরেই তিনি জবাবটা দিয়ে গেলেন ৷ আর এই জবাব সকলের মনের অন্দরে থাকবে দীর্ঘ দিন৷ হয়ত ভুলবেন না কেউই৷

আরও পড়ুন বিনোদনের খবর

সোমবার কলকাতায় কেকে-এর একটি অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছিলেন বিখ্যাত সংগীত শিল্পী রূপঙ্কর বাগচী । যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার হয় নিমেষে । তুমুল কটাক্ষের মুখে পড়েন তিনি।ফেসবুক লাইভে রূপঙ্কর বলে বসেন, “আমাদের নিয়ে আপনারা এতো উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যে কেউ কেকে-এর থেকে বেটার। আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তাঁরা যেকোনও পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।” মঙ্গলবার কেকে-এর অকাল প্রয়াণের খবর শুনে, শোকস্তব্ধ সেই রূপঙ্কর বাগচী৷তবে প্রশ্ন এখানে উঠেছে, কে এই ‘কেকে’? এই প্রশ্নের উত্তরটা কি পেলেন আদৌ কি পেলেন তিনি?

কেকে-অনুরাগীদের মত,প্রয়াত গায়ক নিজেই সুরে সুরে সেই জবাব দিয়ে গেলেন৷ জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তিনি সুর বেধেই জবাব দিলেন৷ কারণ, কেকে KK-দের মৃত্যু নেই। নিজেদের গাওয়া একের পর এক চমকপ্রদ গানের মাধ্যমেই তাঁরা বেঁচে থাকবেন চিরকাল৷ ‘হাম রহে ইয়া না রহে কাল, কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’

Latest articles

কলকাতায় প্রয়াত সঙ্গীত শিল্পী কেকে। Singer KK dies after performing at Kolkata

কলকাতার বুকেই প্রয়াত হলেন সংগীত শিল্পী কেকে (Singer KK dies)। এদিন কলকাতার নজরুল মঞ্চে...