জাতি ভিত্তিক আদমশুমারির দাবিতে আগামী কাল দেশ জুড়ে ধর্মঘটের ডাক। Bharat Bandh Tomorrow 25 May

Published on

আগামী কাল অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটি এমপ্লয়িজ ফেডারেশন (BAMCEF) এর পক্ষ থেকে আগামী কাল ২৫ শে মে সারা ভারত ধর্মঘটের ডাক (Bharat Bandh) দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, জাতি ভিত্তিক আদমশুমারি, বেসরকারি খাতে SC/ST/OBC সংরক্ষণ সহ একাধিক দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

BAMCEF ছাড়াও, ২৫ শে মে ভারত বন্ধ কে বহুজন মুক্তি পার্টি ও বহুজন ক্রান্তি মোর্চার ও সমর্থনও করেছে। আগামীকাল এই ধর্মঘটে বহুজন মুক্তি পার্টির সমর্থকেরা ও রাস্তায় থাকবে বলে জানা যাচ্ছে। বহুজন মুক্তি পার্টির সাহারানপুর জেলা সভাপতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কেন্দ্র অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য জাতি-ভিত্তিক আদমশুমারি করছে না এর ফলে পিছিয়ে পরা মানুষ অসুবিধাতে পরবে, তাই আগামী কাল তারা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন দেশের খবর

এতদিন ধরে শুধু মাত্র সরকারি ক্ষেত্রে SC/ST/OBC যুক্ত করার জন্য কোটা ব্যবহার হতো। কিন্তু এবার থেকে বেসরকারি সেক্টরে SC/ST/OBC-এর জন্য সংরক্ষণের কাজ জাতে বাস্তবায়িত করা হয়, তার ভিত্তিতে ও এই বন্ধ ডাকা হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই ধর্মঘটে মানুষকে অংশ নেবার জন্য আহ্বান জানান হয়েছে।

ভারত বন্ধের দাবি। Bharat Bandh Demands

  • নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করতে হবে।
  • জাতি ভিত্তিক আদমশুমারি করতে হবে।
  • বেসরকারি খাতে SC/ST/OBC সংরক্ষণ।
  • একটি আইন যা কৃষকদের এমএসপি নিশ্চিত করে।
  • NRC/CAA/NPR-করা চলবে না।
  • পুরাতন পেনশন স্কিম পুনরায় চালু করা।
  • পরিবেশ সুরক্ষার আড়ালে উপজাতীয়দের বাসস্থান থেকে উচ্ছেদ করা চলবে না।
  • টিকা বাধ্যতামূলক করা যাবে না।
  • নতুন শ্রম আইন বাটিল করতে হবে।

বিশেষজ্ঞ দের মতে এই ধর্মঘটের প্রভাব উত্তর প্রদেশে পরতে পারে, কিন্তু অনান্য রাজ্যে এর প্রভাব সেভাবে না পরার সম্ভাবনা প্রবল।

Latest articles

মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের...