দেশে গত ২৪ ঘণ্টার কোভিড আক্রান্তের সংখা বেড়ে দাঁড়াল ২১২৪। Covid Cases In India Latest News

Published on

দেশে গত ২৪ ঘণ্টার কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২৪। (Covid Cases In India Latest News) গত মঙ্গল বারের তুলনায় বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এর দেওয়া রিপোর্ট অনুযায়ী ভারতে গত মঙ্গলবার যেখানে ১৬৭৫ টি রিপোর্ট নথিভুক্ত হয়, তা মাত্র ২৪ ঘণ্টায় বেড়ে দাঁড়ায় ২১২৪ টিতে(covid cases in india today)। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড আক্রান্তের সংখ্যা।

কি বলছে রিপোর্ট ? Covid Cases In India Latest News

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে তাদের পক্ষ থেকে কোভিড মোকাবিলার জন্য ইতি মধ্যেই অত্যন্ত দ্রুততার সঙ্গে কোভিড পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক এর দেওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মোট ৪,৫৮,৯২৪ টি COVID-19 পরীক্ষা করা হয়েছে।

আরও পড়ুন দেশের খবর।

তবে এখানে আশার আলো দেখাচ্ছে রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী ভারতে আক্রান্ত কোভিড (COVID-19) রুগীদের সুস্থ্যতার হার অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতের কোভিড থেকে সুস্থ হবার হার দাঁড়িয়েছে ৯৮.৭৫%। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্তদের মধ্যে ১৯৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। যার ফলে ভারতে কোভিড থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪,২৬,০২,৭১৪ জনে দাঁড়িয়েছে।

টিকা নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট

প্রসঙ্গত, ভারতে এখন ও পর্যন্ত ১৯২.৬৭ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য COVID-19 টিকা দেওয়া শুরু হয়েছিল ১৬ ই মার্চ ২০২২ থেকে। এখন পর্যন্ত,৩.৩১ কোটিরও বেশি কিশোর-কিশোরীদের COVID-19-এর প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবং ইতি মধ্যেই ১০ এপ্রিল ২০২২ থেকে ১৮ থেকে ৫৯ বছর বয়েসি মানুষদের জন্য COVID-19 সতর্কতা ডোজ (Precaution Dose) চালু করা হয়েছে।

আরও পড়ুন জ্ঞানবাপী মসজিদ (GYANVAPI MASJID) এ নামাজ বন্ধ করা যাবেনা, জানালো আদালত।

তবে গত ২৪ ঘণ্টায় এভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায়, কিছুটা চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অতীতে কোভিড খুব অল্প সময়ে লাখ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন থেকে অনেক বেশি সচেতন না হলে যেকোনো সময় কোভিড আবার তার প্রসার বাড়াতে সক্ষম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Latest articles

মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের...