২৪ বছরের সব থেকে তলানিতে গেল টাকার মূল্য | Indian Rupee falls |

Published on

মূল্যবৃদ্ধি নিয়ে সদর্থক কোনো ভূমিকা নেবার ইচ্ছাই নেই সরকারের, এমনটাই বলছেন বিরোধীরা। এবং এই অভিযোগ যে সত্যি তা নিয়ে কোনো দ্বিমত নেই বিজেপি নেতৃত্বেরও। কারণ এদিন পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি ভেঙেছে গত ২৪ বছরের রেকর্ড। তার সাথে সাথে বর্তমানে ১ ডলারের মূল্য দাঁড়িয়েছে ৭৭.৭৯ টাকা (Indian Rupee falls to all-time low against US dollar)। যা এযাবৎ কালে সর্বনিম্ন। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যস্ত রয়েছেন মসজিদের নিচে মন্দির খোঁজার কাজে বলে কটাক্ষ বিরোধীদের।

সদর্থক পদক্ষেপ নিয়ে নিয়ে, সরকার চাইছে নজর ঘোরাতে ?

একদিকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে রোজকার চাল, ডাল, আলুর দাম নিয়ে। অন্যদিকে কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতারা ব্যস্ত জ্ঞানবাপী মসজিদ থেকে শিবলিঙ্গ উদ্ধার বা রাস্তার নাম পরিবর্তনের মতো বিষয়ে নিয়ে। এমনকি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকেও এদিন বিজেপির সদর দফতরে দেখা গেলেও, লাগাতার মূল্য বৃদ্ধি নিয়ে তার কোনোরকম বক্তব্য মেলেনি। তাছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার বা অর্থমন্ত্রক কোনো পদক্ষেপ গ্রহণ করছে শোনা যায়নি এমন কোনো কথাও।

আরও পড়ুন India News – 10dik24

বিরোধীদের বক্তব্য এই যে মসজিদের নীচে শিবলিঙ্গ উদ্ধার বা মন্দির খোঁজা এই সমস্তই করা হচ্ছে দৈনন্দিন সমস্যা থেকে মানুষের নজর ঘোরানোর জন্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন বলেন সাধারণ মানুষের সমস্যা বেরোজগারী ও মূল্য বৃদ্ধি। আর বিজেপি মেতে আছে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা নিয়ে। যা হতাশাজনক।

Indian Rupee falls to all-time low against US dollar, ২৪ বছরের সব থেকে তলানিতে গেল টাকার মূল্য

আরও পড়ুন বিপ্লব দেব পদত্যাগ করলেন কেন ? Why Biplab Deb Resigns ?

যদিও অর্থমন্ত্রকের গোপনসূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এখন নির্মলা সীতারামনের বলার আছেই বা কী। কারণে লাগাতার আন্তর্জাতিক দাম বৃদ্ধির কারণে কমবে না তেল বা গ্যাসের দাম। তার সাথে সাথেই দেশে কমছে শিল্পোত্পাদনও। নেমেছে বাণিজ্য সূচকের কাঁটা। সবমিলিয়ে শেষমেশ যে নাভিশ্বাস উঠতে চলেছে গরিব ও মধ্যবিত্তেরই তা নিয়ে দ্বিমত নেই অর্থনীতিবিদদেরও।

Latest articles

মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের...