আজ থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম। New Income Tax Rule 2022

Published on

আজ থেকেই টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম (New Income Tax Rule) চালু হল ব্যাঙ্ক গুলতে। আর্থিক বছরে যদি আপনার টাকা তোলা এবং জমা দেবার পরিমান ২০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার PAN এবং আধার কার্ড নং ব্যাঙ্কে উল্লেখ করতে হবে। আর এই নিয়ম শুধু মাত্র ব্যাঙ্ক গুলর ক্ষেত্রে ই নয়, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা কো-অপারেটিভ যেকোনো যায়গায় এই নতুন নিয়ম মানতে হবে গ্রাহক দের।

আগে ব্যাঙ্ক গুলিতে, এক দিনে ৫০,০০০ টাকার বেশি আদান প্রদান করলে প্যান উল্লেখ করা বাধ্যতামূলক ছিল। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) র মাধ্যমে আজ থেকে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। যদিও এর আগে নগদ জমা বা তোলার ক্ষেত্রে এই ধরনের কোনও নিয়ম ছিল না, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই সীমাকে পরিবর্তন করে ২০ লক্ষ টাকা রাখা হয়েছে।

কেন চালু হল এই নিয়ম ? New Income Tax Rule

অর্চিত গুপ্ত (Archit Gupta – Founder & CEO @ ClearTax) এই বিষয়ে জানিয়েছেন, মূলত জনগণের মধ্যে নগদ লেনদেন কমানো এবং ট্র্যাক করা এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তার সঙ্গে সঙ্গে জনগণ কে এর মাধ্যমে অনলাইনে লেনদেন বাড়ানোর দিকে উৎসাহিত করা হচ্ছে এই পদক্ষেপের মধ্যে দিয়ে।

আরও পড়ুন দেশের খবর | India News

দেখে নিন কি বলছে এই নতুন নিয়ম ( New Income Tax Rule)

১ আর্থিক বছরে যদি আপনার টাকা তোলা এবং জমা দেবার পরিমান ২০ লক্ষ টাকার বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই আপনার PAN এবং আধার কার্ড নং উল্লেখ করতে হবে। ব্যাঙ্ক, পোস্ট অফিস বা কো-অপারেটিভ সব যায়গায় এই নিয়ম প্রযোজ্য হবে।

২ যারা এই ধরনের লেনদেন করছেন তাদের অবশ্যই উল্লিখিত লেনদেন করার করার অন্তত সাত দিন আগে PAN-এর জন্য আবেদন করতে হবে।

Latest articles

মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের...