মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

Published on

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের কাছে। একদিকে মোদি সরকারের আট বছর পূর্তিতে উৎসবে সামিল হচ্ছেন বিজেপি কর্মীরা, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে (Unemployment In India) দেশের যুবসমাজ।

আর এই সমস্যাকে তুলে ধরেই উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ কৌশিক বসু। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যান তুলে ধরে তিনি দেখিয়েছেন ২০১৪ সালে কংগ্রেসের ইউপিএ সরকারের আমলে ১৮-২৫ বছর বয়সীদের বেকারত্বের হার ছিল ২১শতাংশ। সেখানে বর্তমানে মোদি সরকারের আটবছরের সময়কালে বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশ তে।

আরও পড়ুন দেশের খবর

তাঁর ট্যুইটারে একেই ভারতের সবথেকে বড় সমস্যা বলে উল্লেখ করেছেন কৌশিক বসু। তিনি বলেছেন এই যুব বেকারত্ব বিপুল ক্ষতি করছে দেশের অর্থনীতির। কৌশিক বাবু এর আগে ইউপিএ আমলে সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা পদে ছিলেন। তিনি এর আগেও ১৮-২৫ বছর বয়সীদের চাকরির ক্রমহ্রাসমানতা নিয়ে সতর্ক করেছিলেন বর্তমান কেন্দ্রীয় সরকার কে। ২০১৬ সালের নোটবন্দির সিদ্ধান্তের ফলেও কমে ছিল কর্মসংস্থানের সুযোগ। পাল্লা দিয়ে বেড়েছিল বেকারত্ব।

এখন দেখার বর্তমান সময় কেন্দ্রীয় সরকার কতটা গুরুত্ব দেয় এই সতর্কবার্তায়। নাকি মন্দির-মসজিদের বিতর্কে বরাবরের মতোই চাপা পড়ে যায় এই বিষয়টি। তবে যা পরিস্থিতি তাতে বিশেষ গুরুত্ব না দিলে যে অশেষ দুর্গতি রয়েছে দেশের যুব সমাজের কপালে, তা বলার অপেক্ষা রাখেনা।

Latest articles

আজ থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে চালু হল নতুন নিয়ম। New Income Tax Rule 2022

আজ থেকেই টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম (New Income Tax Rule) চালু হল ব্যাঙ্ক...