Homeরাজ্যতৃণমূলের সন্ত্রাসের জেরে এবার মালদহ উত্তরে বন্ধ হল কংগ্রেসের নির্বাচনী প্রচার।

তৃণমূলের সন্ত্রাসের জেরে এবার মালদহ উত্তরে বন্ধ হল কংগ্রেসের নির্বাচনী প্রচার।

১০দিক২৪ ব্যুরোঃ এবার মালদহ উত্তরে নির্বাচনী ভোটপ্রচার বন্ধ হল কংগ্রেসের, তৃণমূলের সন্ত্রাসের ফলেই তাদের প্রচার বন্ধ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। আগামী ২৩ এপ্রিল লোকসভা নির্বাচন হতে চলেছে মালদহ উত্তরে, আর তার আগেই এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে।

এবারে মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ৷ রবিবার মালদহের চাঁচলে সভা করার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের ওপর আক্রমণ চালায় বলে জানা যাচ্ছে। আর তার পরেই বন্ধ করে দিতে হয় প্রচার।

এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের সাথে সাথে জেলা প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন ঈশা খান চৌধুরী ৷ ৷ মালদহের ডিএম,এসপির অপসারণ দাবি ও তুলেছেন তিনি।

FOLLOW US ON:
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT