এবার বাতিল হলো মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি। Ankita Adhikari’s Job Terminated

Published on

আগের দিন হঠাৎ চলন্ত ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়ে রহস্যের খাসমহল তৈরি করেছিলেন,রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary)। তবে শেষরক্ষা করতে পারলেন না। বরখাস্ত করা হলো পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikari)। বিদ্যালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। ফিরিয়ে দিতে হবে এযাবৎ পাওয়া বেতনের টাকাও।

অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অভিযোগ

এসএসসি মামলায় (SSC Scam) সরকারের অস্বস্তি বৃদ্ধি করে মামলা করেছিলেন শিলিগুড়ির ববিতা সরকার। তার বয়ান অনুসারে এসএসসি পরীক্ষায় মন্ত্রীকন্যা অঙ্কিতার (Ankita Adhikari) প্রাপ্ত নম্বর অনেকটাই কম ছিল তাঁর তুলনায়। যার কারণে অঙ্কিতা ডাক পাননি পার্সোনালিটি টেস্টেও। তার পরেও মেধা তালিকা প্রকাশ পেলে দেখা যায় সবার প্রথম নামটি ই অঙ্কিতা অধিকারীর। সেই মতো নিয়োগ পেয়ে কাজেও যোগ দিয়ে দেন তিনি। এই ঘটনাতেই সুবিচার চেয়ে হাইকোর্টে মামলা করেন ববিতা।

আরও পড়ুন রাজ্যের খবর | West Bnegal News |

এই মামলায় আগের দিন ই অর্থাৎ বৃহস্পতিবারই বিকেলে পরেশ বাবুকে (Paresh Chandra Adhikary) সিবিআই দফতরে হাজিরা দিতে বলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) । তারসাথে তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করবার পরামর্শ ও দেন বিচারপতি। পরেশ বাবুর আইনজীবী যদিও জানান এত তাড়াতাড়ি আসা সম্ভব নয়। এরপর ই পদাতিক এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়ে যান সকন্যা পরেশ অধিকারী। ট্রেনে উঠতে দেখা গেলেও পরদিন শিয়ালদহ স্টেশনে তাঁকে নামতে দেখা যায়নি। দিনভর নাটকের পর অবশেষে জানা যায় বর্ধমানে নেমে পড়েছিলেন মন্ত্রীমশাই। ইতিমধ্যে মন্ত্রীর সন্ধান চাই বলে টর্চ হাতে তাকে খুঁজতে বেরোন এসএফআই এর কর্মীরা।

আরও পড়ুন মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, সব থেকে পিছনে বামেদের কেরালা।

অবশেষে আজ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) রায়ে বাতিল হলো অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari’s Job Terminated) শিক্ষকতার চাকরি। তার সাথে তাকে বেতন ফেরাবারও নির্দেশ দেয় আদালত। জানানো হয়েছে দু কিস্তিতে এই অর্থ ফেরত দিতে হবে অঙ্কিতা কে। এদিকে এদিন সিবিআইয়ের জেরাতেও হাজির হতে হবে প্রেস অধিকারীকে। এখন দেখার এর ভবিষ্যতে কি ঘটে।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...