সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

Published on

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য প্রান্ত। কেউ সুরে সুরে প্রেমের আগুন পোহাচ্ছেন, কেউ বা সরাসরি গান লিখে, গানের তালে! সেই অবাধ প্রেম থেকে বাদ পরেননি কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন হরফে অরকুট কান্নাভিরানও৷ এখন প্রশ্ন কে এই অরকুট কান্নাভিরান? কি তাঁর পরিচয়? কেনই না আজ তাঁকে নিয়ে এত আলোচনার বহর?

ছোটো থেকেই গানের প্রতি তাঁর অগাধ ভালোবাসা।কৈশোরের সেই পর্বে তাঁকে দেখলে অনেকেই বলবে, গানে গানেই তাঁর জন্ম৷ আর গানে গানেই এই ভালবাসার টানে অল ইন্ডিয়া রেডিওতে চাকরি সূত্রে হায়দ্রাবাদ থেকে বদলি হয়ে কলকাতায় আসা। সেখানে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে পাঠ নিতে শুরু করেন সঙ্গীতজ্ঞ গিরিজা শঙ্কর চক্রবর্তীর কাছে। গানের মননে ডুবে যাওয়া কানন এর ফের বদলির ফরমান, সঙ্গীতের প্রেমে ও তিলোত্তমার টানে চাকরি ছেড়ে রয়ে গিয়েছিলেন ওইখানেই।

এই কিংবদন্তি গায়কেরই ১০১ তম জন্মবার্ষিকী উদযাপনে এক অনবদ্য শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল সুরমূর্চ্ছনা ইউএস এবং কলকাতা। প্রয়াত পণ্ডিত এ কানন এর সহধর্মিণী বিদুষী মালবিকা কানন পরিচালনায় তৈরি হয় এই “সুরমূর্চ্ছনা”। গত ১৮ জুন ২০২২ তারিখে শনিবার দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চে শুরু হয় এই অনুষ্ঠান৷ এরপর গানে গানে এই অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত।

বিশিষ্ট কন্ঠ শিল্পী পন্ডিত সঞ্জয় ব্যানার্জি ও নমামি কর্মকারের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এই সংগীত সন্ধ্যার।
এদিন সন্ধ্যায় পরিবেশনায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সংগীতজ্ঞ পন্ডিত ধনন্ঞ্জয় হেগড়ে, শ্রী শুভজ্যোতি গুহ, ডঃ দেবপম গোস্বামী, শ্রী অঞ্জন সাহা, শ্রী সোমনাথ রায় এবং পপদ্মবিভূষণ পন্ডিত বিশ্বমোহন ভাট সাথে পন্ডিত বিক্রম ঘোষ৷

Latest articles

আবার দল দবদলের ছায়া বঙ্গ বিজেপিতে । BJP West Bengal

বঙ্গে বিজেপি বেশ বিপাকে। মূলত বিধানসভা ভোটের পর থেকেই বঙ্গ বিজেপির (BJP West Bengal)...