লেনিন সরণির নাম বদলে, লতা মঙ্গেশকরের নাম, পথে বামেরা। Lenin Sarani name Change.

Published on

দীর্ঘদিন ধরে দুর্গাপুরে রাস্তার নাম বদলের সিদ্ধান্ত নিয়ে চাপা উত্তেজনা চলছে বাম তৃনমূল শিবিরের মধ্যে। ঘটনার সূত্রপাত দুর্গাপুরে লেনিন সরণির নামের রাস্তার পরিবর্তনের সিদ্ধান্ত কে ঘিরে। জানা যাচ্ছে, তৃনমূল পরিচালিত পুরবোর্ডের পক্ষ থেকে লেনিন সরণির নাম পরিবর্তন (Lenin Sarani name Change) করে লতা মঙ্গেশকরের নাম করা হচ্ছে, আর সেখানেই আপত্তি বামেদের।

বামেদের পক্ষ থেকে দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ সরকার কিছু দিন আগে সংবাদ মাধ্যমকে বলেন, এই রাস্তার নাম বাম আমলে নয় কংগ্রেস আমলে রাখা হয়। প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী থাকা কালীন এই রাস্তার নাম লেনিন সরণি রাখা হয়েছিলো। বাম আমলে এই রাস্তা কে আরও সুসজ্জিত করে রাস্তার উন্নয়ন করা হয়। কিন্তু গত ১০ বছর তৃনমূল সরকারে আসার পর থেকে এই রাস্তার বেহাল দশা। তৃনমূল রাস্তা সারাই না করে নাম বদলাবার চিন্তা করছে রাজনৈতিক কারণ কে সামলে রেখে।

আরও পড়ুন  শিক্ষক নিয়োগে দুর্নীতি, বড় চাপের মুখে পরেশ থেকে পার্থ।

প্রসঙ্গত, দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি (Jawaharlal Nehru Sarani) এবং বিধান রায় সরণির (Bidhan Ray Sarani ) সঙ্গে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ এই লেনিন সরণি অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যদিও তৃনমূল এর পক্ষ থেকে বামেদের দাবি খারিজ করা হয়েছে। দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় এর মতে, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। দুর্গাপুরের অনেক গুলি রাস্তার নাম ই পরিবর্তন করা হচ্ছে বড় বড় শিল্পীর নামে। বেঙ্গল অম্বুজা-পশ্চিম রাস্তাটির নতুন নাম হচ্ছে বাপ্পি লাহিড়ী সরণি এবং বেঙ্গল অম্বুজা-উত্তর ও দক্ষিণ রাস্তা দু’টির নামবদলে হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় সরণি। যেমন বেঙ্গল অম্বুজা-পূর্ব রাস্তার নাম বদলে হচ্ছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সরণি। নাম বদলের সিদ্ধান্ত নিয়ে অনড় তৃনমূল।

আরও পড়ুন রাজ্যের খবর -10dik24 News

তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে বামেরা। দুর্গাপুরে লেনিন সরণির নামের রাস্তার পরিবর্তনের তৃণমূল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দুর্গাপুর নগর নিগমের সামনে গণডেপুটেশন দেওয়া হয়। বামেদের অভিযোগ নগর নিগমের মেয়রের কাছে আগাম এপয়ন্টমেন্ট করেও সময় তিনি দেন নি। নগর নিগমের কমিশনার ডেপুটেশন গ্রহণ করেন। বামেদের মতে লতা মঙ্গেশকরের নাম নিয়ে তাদের কোনও আপত্তি নেই, তারা বিকল্প রাস্তার খোঁজ নগর নিগমে জানিয়েছেন। তার সঙ্গে তারা যাতে এই রাস্তার নাম রুশ বিপ্লবের নায়ক লেনিনের নাম থেকে না পরিবর্তন (Lenin Sarani name Change) করা হয়, তার জন্য আবেদন করেছেন।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...