DA মামলাতেও মুখ পুড়লো রাজ্য সরকারের। দিতে হবে বয়েকা DA

Published on

একের পর এক ধাক্কায় কার্যত বেসামাল রাজ্য সরকার। এবার ডিএ মামলাতেও (DA Case) মুখ পুড়লো রাজ্য সরকারের। মহার্ঘ্য ভাতা কর্মীদের মৌলিক অধিকার জানিয়ে এদিন আদালত রায় দেয় আগামী তিনমাসের মধ্যে রাজ্য সরকারী কর্মী দের প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

মূলত ২০১৬ সালে এই ডিএ (DA) সংক্রান্ত মামলা করেছিল রাজ্য সরকারী কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস। কেন্দ্রীয় সরকারী কর্মীরা ডিএ ৩৪% হারে। এরসাথে রাজ্য সরকারী কর্মীদের ডিএ-র ফারাক অনেকটাই। এই মর্মেই মামলা দায়ের হয় স্যাটে। স্যাট রায় দেয় বাকী ৩১ শতাংশ ডিএ দিয়ে দেবার। আর সেই রায়েই বহাল রাখলো কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন রাজ্যের খবর | West Bnegal News |

যদিও রাজ্য সরকার জানিয়েছিল তহবিলে অর্থের অপ্রতুলতাই কারণ মহার্ঘ ভাতা না দিতে পারার। কিন্তু বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে আগামী তিনমাসের মধ্যে বকেয়া ডিএ (DA) দিয়ে দেবার নির্দেশ দিল রাজ্যকে।

আরও পড়ুন এবার বাতিল হলো মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...