রাজ্যপাল Jagdeep Dhankhar এর প্রভাব কে খর্ব করতে উদ্যোগী রাজ্যসরকার।

Published on

নানান জায়গায় রাজ্যপালের প্রভাব কে খর্ব করার জন্যই এখন উঠেপড়ে লেগেছে রাজ্যসরকার। পশ্চিমবঙ্গে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন নয়। এবার সেই আগুনে ঘি ঢালতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিটর পদ থেকেও রাজ্যপাল (Jagdeep Dhankhar) কে সরাতে চলেছে রাজ্যসরকার।

প্রসঙ্গত এর আগেই বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপাল কে সরাবার প্রক্রিয়া রাজ্য শুরু করেছিল। বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন ও মিলেছে এই প্রস্তাবে। এতে বলা হয়েছে এবার থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী থাকবেন। ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যে ভিসিটর পদে রাজ্যপাল ছিলেন, সেখানে বসবেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে রাজ্যপাল কে সম্পূর্ণ সরাতেই এই পদক্ষেপ।

আরও পড়ুন রাজ্যের খবর

রাজ্যে জগদীপ ধনখর রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার নানা ঘটনায় সংঘাত চরমে থেকে তাঁর সাথে রাজ্যের। বেশ কিছু ক্ষেত্রেই ধনখরকে দেখা গিয়েছে রাজ্যের কড়া সমলোচনা করতে। বারবার টুইটার যুদ্ধেও অবতীর্ণ হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখর কে। শিক্ষা ক্ষেত্রেও বহুবার এই মতের অনৈক্য দেখা গিয়েছে। রাজ্যের পছন্দের উপাচার্য নিয়োগ করেননি রাজ্যপাল, কখনোবা রাজ্যপালকে না জানিয়েই উপাচার্য নিয়োগ করেছে রাজ্য।

আরও পড়ুন DA মামলাতেও মুখ পুড়লো রাজ্য সরকারের।

যদিও এই বিলের যে বিরোধিতা হয়নি তা নয় । বিরোধীরা বলেছেন সরকারি বিশ্ববিদ্যালয়ে আচার্য মুখ্যমন্ত্রী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিটর শিক্ষামন্ত্রী হওয়া মানে শিক্ষাঙ্গনে সরাসরি রাজনীতির প্রভাব বাড়বে। ও বিরুদ্ধ মত চাপা দেবার প্রবণতাও বৃদ্ধি পাবে। যা শিক্ষার ক্ষেত্রে ভালো উদাহরণ হবেনা বলেই মত বিরোধীদের।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...