SSC বিচার চাইতে গিয়ে পুলিশের হাতে গুরুতর আহত SFI নেতৃত্ব । SSC Corruption Case

Published on

এবার SSC দুর্নীতির (SSC Corruption Case) প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত বাম ছাত্র সংগঠন SFI। আজ এসএসসি দুর্নীতির মূল পাণ্ডাদের গ্রেফতারির ও শাস্তির দাবিতে SFI কলকাতার ডাকে মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেস অভিযান এর ডাক দেওয়া হয়, আর সেখানেই পুলিশের দ্বারা আক্রমণের শিকার হয় SFI নেতৃত্ব।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন যাবত রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে SSC তে নিয়োগ দুর্নীতি (SSC Corruption Case) নিয়ে। আর এই দুর্নীতিতে নাম উঠে আসছে অনেক হেভিওয়েট তৃনমূল নেতা মন্ত্রীর। জানা যাচ্ছে, এসএসসি নিয়োগের দুর্নীতিতে বহু আগে থেকেই জড়িয়েছিলো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) নাম। উত্তরবঙ্গের এই তৃণমূল নেতার নামে অভিযোগ ছিল নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে চাকরি পাইয়ে দেবার। আর এই সব তথ্য সামনে আসতেই সরকারের পক্ষ থেকে যদিও যতটা সম্ভব ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন শিক্ষক নিয়োগে দুর্নীতি, বড় চাপের মুখে পরেশ থেকে পার্থ।

এর ই মধ্যে আজ SFI এর পক্ষ থেকে SSC দুর্নীতির প্রতিবাদে পথে নামে কলকাতা জেলা কমিটি। তাদের ডাকে আজ বিকেলে মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেস অভিযান এর ডাক দেওয়া হয়। যেখানে এই আন্দোলন আটকাতে পুলিশের বর্বর আক্রমণ চালায় বলে বামেদের অভিযোগ। এর আক্রমণের ফলে অনেকেই গুরুতর আহত হয়েছেন অনেক SFI নেতৃত্ব। আক্রান্ত ও গ্রেফতার হয়েছেন SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharyya), এছাড়া ও মহম্মদ আরিফ (Mohammad Atif), দেবাঞ্জন দে (Debanjan Dey) সহ আরো অনেক বাম কর্মী ।

SSC Corruption Case, পুলিশের হাতে গুরুতর আহত SFI নেতৃত্ব

সৃজন ভট্টাচার্যর বক্তব্য

পুলিশের এই আক্রমণ প্রসঙ্গে গ্রেফতারের পর SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য Srijan Bhattacharyya Facebook Live এ এসে বলেন, ” পরেশ পাল কে গ্রেফতার করতে হবে। মেয়ের চাকরি পাওয়াতে গিয়ে তিনি লক্ষ লক্ষ বেকার যুবক দের সর্বনাশ করেছেন। আজ পুলিশ আমাদের ওপর নির্মম আক্রমণ করেছে, কিন্তু পুলিশ মন্ত্রী দের ধরতে বার্থ।” তিনি আরও জানান, আগামী কাল SFI DYFI বাম ছাত্র যুব দের ডাকে এই নির্মম আক্রমণের প্রতিবাদে এবং পরেশ পাল এর গ্রেফতারীর দাবিতে থানা ঘেরাও কর্মসূচী নেওয়া হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়বো।”

আরও পড়ুন রাজ্যের খবর -10dik24 News

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...