বিপ্লব দেব পদত্যাগ করলেন কেন ? Why Biplab Deb Resigns ?

Published on

ত্রিপুরায় হটাত ই মানিক প্রত্যাবর্তন, তবে মানিক সরকার নন, মানিক সাহা। বিজেপি শাসিত ত্রিপুরায় হটাত ই পদত্যাগ করলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ও তার পরিবর্তে মুখ্যমন্ত্রী করা হয় মানিক সাহা কে। তবে বিপ্লব দেবের এই হটাত পদত্যাগ (Biplab Deb Resigns) কিন্তু জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের।

অনেকে বলছেন নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই বিপ্লব দেব কে পদত্যাগে বাধ্য করেছে বিজেপি নেতৃত্ব। বিপ্লব দেবের আমলে গোষ্ঠী দ্বন্ধ চরমে উঠেছিল বিজেপির। তার সাথে সাথে রাজ্যে ও বিশৃঙ্খলা চরমে ওঠে। বিপ্লব দেবের অপরিণত সিদ্ধান্ত বা মন্তব্য ক্ষোভের সঞ্চার করছিলো ত্রিপুরা বাসির মনে। তাই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি বলে মনে করছে রাজনৈতিক মহল । অনেকের মতে এর পিছনে বিজেপির অবশ্যই কিছু বৃহত্তর স্বার্থ রয়েছে। আর সেখানেই বলির পাঁঠা হতে হচ্ছে বিপ্লব দেব কে।

পরাজয়ের ভয়ে পদত্যাগ ?

অন্য দিকে উঠে এসেছে সম্পূর্ণ নতুন একটি তথ্যও। জানা যাচ্ছে রাজ্যের অন্দরে সমগ্র বিজেপির অবস্থাই সুবিধার না। বিগত বছরে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। ভোটের আগে নিজস্ব সমীক্ষায় বিজেপি দেখেছে এই মুহূর্তে ভোট হলে বিজেপি পাবে মাত্র ১২ টি আসন। যা গত বারের তুলনায় বেশ কম। আর এই পরিস্থিতিতে যদি বিরোধীরা জোট করে তাহলে বিজেপির মসনদ ছাড়া হবার সম্ভাবনা প্রবল। আর সেই কারণেই দলের ভাবমূর্তি স্বচ্ছ করতেই এহেন (Biplab Deb Resigns)পদক্ষেপ নিয়েছে শীর্ষ নেতৃত্ব, বলে মনে করছেন অনেকেই।

বিপ্লব দেবের মতে (Biplab Deb Resigns)

তবে বিপ্লব দেবের কথা ও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন সংগঠনের কাজ করতেই এই পদত্যাগ। সংগঠন না থাকলে ক্ষমতাতে ও থাকবো না। তবে কি বিজেপির আভ্যন্তরীণ সমস্যার ই ইঙ্গিত দিলেন তিনি? আর রাতারাতি এই রদবদল কতটা পরিবর্তন আনবে বিজেপি সইবিরে সবটাই সময়ের অপেক্ষা।

Latest articles

মোদি সরকার মাতছে উৎসবে, অন্যদিকে বেকারত্বের আঁধারে তলিয়ে যাচ্ছে দেশ। Unemployment In India

কথায় বলে কারোর পৌষমাস, কারোর সর্বনাশ। এই আপ্তবাক্য এখন সত্যি হচ্ছে ভারতের যুব সমাজের...