মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, সব থেকে পিছনে বামেদের কেরালা। Price Hiked 2022

Published on

কিছুদিন ধরেই মূল্যবৃদ্ধির প্রকোপে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। দাম বাড়ছে (Price Hiked 2022) নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরই। সাধারণ ডালভাত জোটানোর চিন্তায় নাভিশ্বাস উঠছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত প্রত্যেকের।

মূল্যবৃদ্ধির তালিকা ২০২২ । Price Hiked 2022

তার মধ্যেই সমীক্ষায় দেখা গিয়েছে মূল্যবৃদ্ধির হারে সর্বোচ্চ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এমনিতেও এদিন বাজার খুলতেই রেকর্ড পতন ঘটেছে টাকার দামে। বর্তমানে ডলারের সাথে টাকার মূল্যের ফারাক এযাবৎ কালের মধ্যে সবথেকে বেশি হয়েছে। জাতীয় সংস্থার করা সমীক্ষায় দেখা গিয়েছে , মোদি সরকারের এই আট বছরে সব থেকে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে এই সময়েই। আর রাজ্যগত হিসাবে মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ

মূল্যবৃদ্ধির তালিকায় সব থেকে নীচে কেরালা

যেখানে জাতীয় মূল্যবৃদ্ধির হার ৭.৭৯ শতাংশ, সেখানে সেখানে পশ্চিমবঙ্গের মূল্যবৃদ্ধির হার রয়েছে ৯.১২ শতাংশ। যা জাতীয় গড়ের থেকে দৃশ্যতই অনেকটাই বেশি। তালিকায় এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও হরিয়ানার নাম। যাদের সবার গড় ই ৯ শতাংশের ওপরে। এই তালিকার সব থেকে নিচে রয়েছে কেরালার নাম। যাদের গড় ৫.০৮ শতাংশ। অর্থাৎ জনকল্যাণ নীতিতে এখানেও বেশ এগিয়ে রয়েছে দক্ষিণের এই বাম শাসিত রাজ্যটি।

Read More অর্জুন সিং কি ফিরছেন তৃনমূলে ?, কি বললেন তৃনমূল নেতা | ARJUN SINGH BJP

Price Hiked 2022, মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ, মূল্যবৃদ্ধি

মূল্যবৃদ্ধির কারণ । Price Hike Reason

এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের এহেন মূল্যবৃদ্ধির (Price Hiked 2022) কারণ কী। সমীক্ষায় দেখা যাচ্ছে বিগত দিনে গুলিতে মূল্যবৃদ্ধির গ্রাফ বরাবরই বেশ উর্ধমুখী। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠন করলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং তাদের বৈঠকের পর থেকেই আরো বেড়েছে দাম। আর টাস্ক ফোর্স চলে গিয়েছে শীতঘুমে। যদিও অর্থনীতিবিদরা জানিয়েছে এর মূল কারণ হলো উৎপাদন কমে যাওয়া। চাহিদার তুলনায় উৎপাদন কমলেই তার দাম বাড়বে। কৃষির পরিকাঠামো সঠিক না হবার জন্য কমছে ফলন। আর তারফলেই বাইরে থেকে পণ্য আমদানি করতে হচ্ছে রাজ্য সরকারকে। খাদ্য পণ্যের দাম কোথাও কোথাও একলাফে বেড়েছে প্রায় দ্বিগুণ। গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার আরো বেশি। প্রায় ১০ শতাংশ।

সবমিলিয়ে মাথায় হাত সাধারণ মানুষের।এখন দেখার এই অগ্নিমূল্য রোধে কোন পথে হাঁটতে চলেছে সরকার।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...