শিক্ষক নিয়োগে দুর্নীতি, বড় চাপের মুখে পরেশ থেকে পার্থ। SSC recruitment scam in West Bengal

Published on

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC recruitment scam in West Bengal) নিয়ে এবার বেশ বেকায়দায় পড়তে চলেছে শাসকদল ও মন্ত্রীরা।কারণ এবার শুধু চুনোপুঁটি নয়, রাঘববোয়ালদের দিকেও নজর দিয়েছে সিবিআই। যা চিন্তার ভাঁজ বাড়াচ্ছে তৃণমূল নেতাদের কপালে।

এসএসসি নিয়োগের দুর্নীতিতে বহু আগে থেকেই জড়িয়েছিলো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম। উত্তরবঙ্গের এই তৃণমূল নেতার নামে অভিযোগ ছিল নিজের মেয়ে অঙ্কিতা অধিকারীকে অবৈধ ভাবে চাকরি পাইয়ে দেবার। যেখানে অঙ্কিতা ইন্টারভিউতেই ডাক পাননি, সেখানে মেধাতালিকায় কি ভাবে এক নম্বরে থাকে তার নাম তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। আর এই পাইয়ে দেবার কারণেই বঞ্চিত হয়েছিলেন যোগ্য প্রার্থী ববিতা মন্ডল ও।

SSC Recruitment Scam এ উঠে আসছে তৃণমূলের হেভিওয়েট দের নাম।

এবার এসএসসি দুর্নীতিতে (SSC recruitment scam in West Bengal) সিবিআই তদন্ত শুরু হতেই, যেভাবে সেখানে একের পর এক উঠে আসছে নেতা ও মন্ত্রীদের নাম তাতে বেশ শঙ্কিত তৃণমূলের অন্দরমহল। সোমবার সন্ধ্যা বেলাতেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন যে, পরেশ অধিকারীকে সিবিআইয়ের সামনে হাজির দেবার। যদিও জানা যাচ্ছে মন্ত্রী মশাই এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করবেন। তবে খবর পেতেই তড়িঘড়ি পদাতিক এক্সপ্রেসে চেপে কন্যা অঙ্কিতা কে সহ কলকাতার উদ্দেশে যাত্রা করেন তিনি। যদিও এদিন তাকে শিয়ালদহ স্টেশনে নামতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বর্ধমানে নেমে গাড়িতেই কলকাতা ঢুকবেন তিনি।

আরও পড়ুন West Bengal News -10dik24 News

এদিন মুখ্যমন্ত্রীর নাম করেই শাসক দল কে একহাত নেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেছেন শুধুমাত্র সরকারের অংশ বলেই নেতামন্ত্রী দের ছেলে মেয়েরা চাকরি পেয়ে যায়। পিছনে পরে থাকে যোগ্যতা। শিক্ষা দপ্তরকে ‘দুর্নীতির আখড়া’ বলে তিনি বলেছেন এই দুর্নীতিতে যুক্ত আছেন রাজ্যের মুখমন্ত্রীও। উপযুক্ত তদন্ত হলেই তা পরিষ্কার হবে। এখন এটাই দেখার শেষমেশ কি হতে চলেছে এই তদন্তের গতিপ্রকৃতি বা ভবিষ্যৎ।

Latest articles

সুরমূর্চ্ছনার নয়া উদ্যোগ-পালিত হল কিংবদন্তী সঙ্গীতশিল্পী পন্ডিত এ কানন এর ১০১ তম জন্মবার্ষিকী !

সায়ক কর :- কলকাতা, যে শহরের প্রেমে আজ মোহিত হয়েছেন প্রাচ্যের এপ্রান্ত থেকে অন্য...