Homeরাজ্যপ্রশ্নের মুখে সারদা,নারদ তদন্ত। তাই এবার তদন্তে চাপ বাড়াতে পথে নামছে সিপি আই(এম)।

প্রশ্নের মুখে সারদা,নারদ তদন্ত। তাই এবার তদন্তে চাপ বাড়াতে পথে নামছে সিপি আই(এম)।

১০দিক২৪ ব্যুরোঃ  সিবিআইয়ের মতো সরকারি প্রতিষ্ঠান প্রায় ধ্বংসের মুখে তাও আবার মোদি সরকারের আমলে। এবং প্রশয় পাছে দুর্নীতি। এই অভিযোগ নিয়েই এবার মাঠে নামতে চলছে সিপিএম। ইতিমধ্যে সিবিআই নিয়ে রাস্তায় নামছে কংগ্রেস । লোকসভার আগে নানা ধরনের কর্মসূচি নিয়ে নিজেদের মাটি আরো শক্ত করতে মাঠে নেমেছে সিপিএম।
সিবিআই নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্স এর সামনে বিক্ষোভ সমাবেশ এর সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। সূর্যকান্ত মিশ্র ও গৌতম দেব ছাড়াও আরো অন্যান নেতৃত্ব থাকতে পারেন এই বিক্ষোভ সমাবেশএ। সিপিএমের সমাবেশ এর পরদিন অর্থাৎ মঙ্গলবার সিজিও কমপ্লেক্স এর সামনে জমায়েত কর্মসূচি নিয়েছে কংগ্রেস। সিপিএমএর এক নেতার কথায় বিজেপির যাবতীয় দুর্নীতি চাপা দিতে সিবিআইকে বলি দেওয়া হচ্ছে। এই সরকারের হাতে সব প্রতিষ্টান বিপন্ন।

এ রাজ্যের সারদা ও নারদা মামলার দায় ভার রয়েছে সিবিআই এর উপর আবার এই মামলাতেই কাঠগড়ায় রয়েছে এ রাজ্যের শাসক দল বা তৃণমূল। তাই সারদা,নারদাতে চাপ আরো বাড়াতে পথে নামছে সিপিএম।
FOLLOW US ON:
CPI(M) নেতা
Rate This Article:
NO COMMENTS

Sorry, the comment form is closed at this time.