Homeদেশওডিশার কালাহাণ্ডি গ্রামে উন্নয়ন না হওয়ায় ভোট বয়কট করল গ্রামবাসীরা।

ওডিশার কালাহাণ্ডি গ্রামে উন্নয়ন না হওয়ায় ভোট বয়কট করল গ্রামবাসীরা।


১০দিক২৪ ব্যুরোঃ বৃহস্পতিবার প্রথম দফায় ছিল কালাহান্ডির ভোট গ্রহণ।এই ঘটনাটি ঘটেছে প্রশি রাজ্য ওডিশার কালাহাণ্ডি জেলার।ওই জেলার ভেজিপাদার গ্রামের বাসিন্দারা সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট বয়কট করেছেন।এর আগে ভোটারদের সেই দাবিকে কর্ণপাত করেনি প্রশাসন।সেই কারণে ভোট বয়কট করল গ্রামবাসীরা।এবার তারা তাদের কথার দাম কাজে কলমে দেখিয়ে দিল।

কোনও রাজনৈতিক দল নয়, গ্রামবাসী অভিযোগ তুলেছে প্রশাসনের বিরুদ্ধে।দীর্ঘ দিন ধরে এলাকায় রাস্তা নির্মাণ না হওয়ার কারণে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।ওডিশার কালাহান্ডি গ্রামের সঙ্গে অনুন্নয়নের অনেক উদাহরন রয়েছে।ইংরেজ জমানায় তিন দশকের মধ্যে চার বার খরার মত দুরবস্থায় পড়েছিল ওই জেলা।দুর্ভিক্ষ কালাহান্ডির পিছু ছাড়ছে না যেন।সেই পরিস্থিতি সম্পূরণরূপে পালটায়নি এখনও। তবে স্বাধীনতার পরে কালাহান্ডির উন্নয়নের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছিল।

স্থানীয় বাসিন্দা সুশীল কুমার মাঝি।তিনি বলেছেন, “আমাদের গ্রামের সঙ্গে যুক্ত দু’টি রাস্তা রয়েছে। যেগুলির মধ্যে একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে।আর অন্যটির অবস্থা খুবই খারাপ হওয়ায় কেউ ব্যবহার করে না।”একই সঙ্গে তিনি আরও বলেছেন, “আমরা এই অসুবিধার কথা জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদের জানিয়েছিলাম কিন্তু কোনও সুরাহা হয়নি।২০১৭ সাল থেকে অভিযোগ জানালেও ২০১৯ সালেও কাজ হল না।সেই কারণেই আমরা ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।”দেশের একাধিক প্রধানমন্ত্রী এসেছেন এই জায়গায়।সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মতো নেতৃত্বও কালাহান্ডি সফর করেছেন।সেই কালাহান্ডিতে যে এখনও উন্নয়ন পৌঁছায়নি তা স্পষ্ট হয়ে গেল ভিজেপাদার গ্রামের বাসিন্দাদের অভিযোগে।এত মহান ব্যক্তিরা আসার পরেও কালাহান্ডির উন্নত না হওয়ায় এখানকার গ্রামবাসীরা খুবই উত্তপ্ত এবং ২০১৯লোকসভা নির্বাচনে তারা ভোট না দিয়ে তাদের খৃপ্ততা প্রকাশ করেছে।

FOLLOW US ON:
Rate This Article:
NO COMMENTS

LEAVE A COMMENT